বাদলের কার্যালয়ে ককটেল হামলা

প্রয়োজনে অবরোধকারীদের বুকে গুলি করা হবে- এমন বক্তব্য দেয়ার দুই দিনের মাথায় জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দিন খান বাদলের চট্টগ্রামের ব্যক্তিগত কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

২০ দলীয় জোটের অবরোধের দশম দিনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের ৩ নম্বর সড়কের ১৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুর রউফ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকার এমপি সাহেবের ব্যক্তিগত কার্যালয়ের নিচ তলায় পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলগুলো নিচ তলার দেয়ালে বিস্ফোরিত হলেও কোনো হতাহত হয়নি। কয়েক দিন আগে এমপির অফিস নিচ তলা থেকে দ্বিতীয় তলায় হস্তান্তর করা হয়।’

অবরোধের নামে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে বুকে গুলি করার হুমকি দিয়ে আলোচনায় আসেন মঈনউদ্দিন খান বাদল। গত মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে ওই বক্তব্য দেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *