কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবা এখন ব্যস্ত তার গানের প্রাকটিসসহ নানান কাজে। শত ব্যস্তার মধ্যেও হারিয়ে যাওয়া দিনগুলোকে মিস করছেন তিনি। স্কুল-কলেজের শিক্ষকদের বকুনি, বন্ধুদের সঙ্গে আড্ডা, বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া সবই এখন তার স্মৃতি।
১৫ জানুয়ারি সাবা তার ফেসবুকে তার ফেলে আসা দিনগুলোকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তা প্রবাস নিউজ সোশ্যাল মিডিয়ায় হুবহু তুলে দেওয়া হল।
অনেক মিস করছি..
সেই নামী দামী স্কুল এর ভর্তি পরীক্ষার জন্য সেই পড়াশোনা,
অবশেষে ভিকারুননিসা তে ভর্তি..
সেই সময়ের সবার গর্বিত মুখ…
ছোট ছোট টেবিল চেয়ার.. একগাদা বইখাতা নিয়ে ব্যাগ এর ভার….টিচার এর বোকা,শাস্তি ..
সত্যি এখন বকা,শাস্তি দাওয়ার কেউ নাই..
এখন ভুল করলে আপনাআপনি নিজের মধ্যে..
কষ্ট হয়…
তখন হয়ত শাস্তি পাওয়ার পর কষ্ট লাগত না…
সাথে থাকত সবাই…
এখন থেকেও কেউ নাই….