বছর চারেক আগে ফুটবলের জার্সি তুলে রেখেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো। এরপর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু মাঠের খেলোয়াড়কে মাঠেই ভালো মানায়। তাই বলে ৩৮ বছর বয়সে তাকে অবসর ভাঙতে হবে?
রোনালদো করে দেখালেন তা-ই। অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন তিনি। উত্তর আমেরিকার সকার লিগ ক্লাব ফোর্ট লদারডেলের স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে।
অবশ্য এই ক্লাবের মালিকের ভূমিকায়ও রয়েছেন রোনালদো। ক্লাবের মালিকানার দশ ভাগ কিনে নিয়েছেন তিনি। সম্প্রতি নতুন ক্লাবের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্ট্রাইকারের ভূমিকায় খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় দফায় মাঠে নামার আগে উচ্ছ্বসিত রোনালদো। আমেরিকার সকার লিগ ক্লাব ফোর্ট লদারডেলের মালিকানা বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সেখানে রোনালদো বলেন, ‘আমি খেলতে ভালোবাসি। আর খেলাই আমার জীবনের সেরা পছন্দ। আমি আমার শারীরিক ভারসাম্য ধরে রাখতে পারিনি বলে অবসর নিয়েছিলাম। তা ছাড়া ইনজুরি নামক গুপ্ত ঘাতক আমাকে পেয়ে বসেছিল। তখন ফিট হয়ে মাঠে নামা আমার জন্য অসম্ভব ছিল। পুনরায় মাঠে ফিরতে আমি মুখিয়ে আছি। এর জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হবে। এবার নিজেকে ফিট করে নিতে অনুশীলনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্বদেশী ক্লাব করিন্থিয়ানসের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন রোনালদো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। এ ছাড়া ১৯৯৬, ১৯৯৭ ও ২০০২ সালে ফিফার বিচারে বিশ্বসেরা খেলোয়াড়দের খেতাব জিতেছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে।