সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ : প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। আমাদের সবার দায়িত্ব সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। তাই জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি।’

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন অনুশীলন শেষে এক দরবারে সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশের অখণ্ডতা রক্ষায় যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মনে রাখবেন, জনগণই দেশের শক্তি।’

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এম ইনামুল বারী, যশোর পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজবাড়ী ছেড়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *