পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৯টি পদে রদবদলের এই প্রজ্ঞাপন জারি হয়। এর দুই সপ্তাহ আগেই পুলিশ প্রধান, র‌্যাব প্রধান ও ডিএমপি প্রধানের দায়িত্ব নেন নতুন কর্মকর্তারা।

সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন। তিনি এতদিন এপিবিএনে ছিলেন।

সিআইডিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।

অবরোধ-হরতালের মধ্যে নাশকতার শিকার রেলওয়ের ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে। সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছেন তিনি।

ঢাকার হাইওয়ে পুলিশের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে রেঞ্জে থাকা ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

ঢাকা হাইওয়ে পুলিশে থাকা এস এম কামাল হোসেনকে সিআইডিতে পাঠানো হয়েছে।

হরতাল-অবরোধে তুলনামূলক বেশি অস্থিতিশীল রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে এসবিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *