মিনতি করছি, আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘অবরোধ ডেকে যারা নাশকতা চালাচ্ছে তাদের উদ্দেশে হাতজোড় করে বলছি, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেউ কোনোদিন সফল হতে পারেনি। তাই আপনাদের কাছে মিনতি করছি, আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে হরতাল-অবরোধে নাশকতার শিকার ব্যক্তিদের দেখতে এসে রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

নাশকতার শিকার হয়ে হাসপাতালে আসা আহত ব্যক্তি ও পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন দৃশ্য দেখে স্বাভাবিক থাকা যায় না।’

রাজনীতিতে ভিন্নমত থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘রাজনীতি সহিংস হতে পারে না, তাকে হতে হবে অহিংস। রাজনীতির নামে সন্ত্রাস, সহিংসতা, মানুষ পোড়ানো কেউ কোনোদিন গ্রহণ করে না।’

তিনি বলেন, ‘যাদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষকে পোড়ানো হচ্ছে, তাদের অনুরোধ করছি, আপনারা সেইসব মানুষকে এমন সহিংস কর্মকাণ্ড থেকে নিবৃত করুন।’

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতিক রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার নিন্দা জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

একই সঙ্গে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে অনেকে গিয়েছেন। বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিয়েছেন। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে থাকা রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষিকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখতে কয়জন এসেছেন?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে সম্প্রতি যেসব চোরাগোপ্তা হামলা হচ্ছে, তা পুরোপুরি নির্মূল করা অনেকাংশে কঠিন।’

শিক্ষার্থীরা যেন শঙ্কামুক্তভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে দেশে সেই পরিবেশ সৃষ্টি করতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিদিন গণমাধ্যমে বীভৎস খবর ও ছবি দেখানো হচ্ছে। এতে আমাদের শিশুদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বীভৎস ছবি দেখা থেকে আমাদের নিস্তার দিন।’

বার্ন ইউনিটের চিকিৎসক সামন্ত লাল সেন জানান, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ জন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন, ১০ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং ১২ জন এখনো ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *