বিএনপির টানা অবরোধ নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত জানুয়ারিতে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাবিনি যে পরিস্থিতিটা এতো লম্বা হবে। সরকার ভেবেছিল দ্রুতই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। কিন্তু বিএনপি অবরোধ প্রত্যাহার না করায় অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে।
বর্তমান অবরোধে নৈরাজ্যকর পরিস্থিতিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘স্টুপিড অ্যাক্টিভিটি বাই বিএনপি’ বলেও অভিহিত করেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়াডন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে নারকীয় পরিস্থিতি চলছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।’ এদিকে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলে