ইসলামী ব্যাংক জঙ্গি সন্ত্রাসীদের ব্যাংক। এই ব্যাংকের ওপর আমাদের নজর আছে। সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে ইসলামী ফাউন্ডেশনে সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধক বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসলামী ফাউন্ডেশনের গভর্নর অব বোর্ড মোহাম্মদ শেখ আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনিপুর জামে মসজিদের ইমাম মুস্তাকিম হুজুর, আলেম মুফতি সারুওয়ার প্রমূখ।
গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে সকল ষড়যন্ত্র, নাশকতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা গোয়েন্দা প্রতিবেদন পেয়েছি, প্রথমবারের মতো এবারো বিএনপি-জামায়াত টঙ্গী তাবলিগ জামাতের দলীয়করণের মাধ্যমে কিছু একটা করতে চাচ্ছে। আমরা তা হতে দেব না।
দেশের অবস্থা বর্তমানে ভালো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রংপুরে বাসের অগ্নিকাণ্ডে শিশুসহ চারজন নিহতের ঘটনা একটি চোরাগুপ্তা ঘটনা । আশা করি দুই একদিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ।