একটা-দুটো নয়; শরীরের সঙ্গে ৯৪টি আইফোন বেঁধে চোরাচালানের সময় চীনের সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয়েছেন হংকংয়ের এক নাগরিক। শরীরের সঙ্গে বর্মের মতো করে আইফোনগুলো টেপ দিয়ে লাগানো ছিল। অদ্ভুত এ পদ্ধতিতে আইফোন পাচারের ঘটনাটা জানাজানি হলে এবং ওই চোরাচালানকারীর ছবি প্রকাশ পেলে তা ইন্টারনেট জগতে সাড়া ফেলে। এক খবরে এএফপি এ তথ্য জানিয়েছে।
পোশাকের নিচে শরীরের সঙ্গে ৯৪টি আইফোন বর্মের মতো করে বেঁধে রাখার ছবি প্রকাশ হওয়ার পর অনেকেই তাঁকে কমিক সুপারহিরো ‘আয়রন ম্যান’ হিসেবে আখ্যা দিয়েছেন। চীনে টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে ইতিমধ্যে তাঁকে ‘অ্যাপল ম্যান’, ‘আয়রন ম্যান’সহ নানা নামে ডাকছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
পিপল ডেইলির এক খবরে বলা হয়, চীনের শেনঝেন শহরে ১২ জানুয়ারি ঘটনাটি ঘটে। ওই চোরাচালানকারী হংকং থেকে চীনে আসার চেষ্টা করছিলেন। যথেষ্ট সতর্ক হয়ে শরীরের সঙ্গে পেঁচিয়ে আইফোনগুলো বেঁধে রাখা হলেও মেটাল ডিটেক্টর সংযুক্ত গেট দিয়ে ওই ব্যক্তি যখন পার হতে যাচ্ছিলেন, ঠিক তখনই বেরসিক গেটের অ্যালার্ম সিস্টেম বিকট শব্দ করে ওঠে!
চীনে আইফোন প্রচুর জনপ্রিয় হলেও তা যথেষ্ট দামি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোনগুলো চীনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৈরি করিয়ে নেয়। চীনের নাগরিকদের আইফোন কিনতে হলে বিভিন্ন টেলিকম অপারেটরের সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তিতে যেতে হয়। তাই দেশটিতে আইফোন চোরাচালানকারীদের দৌরাত্ম্য রয়েছে।
I believe this site holds some really great information for everyone : D.
Very interesting info !Perfect just what I was looking for!
Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your site? My website is in the very same area of interest as yours and my users would genuinely benefit from some of the information you present here. Please let me know if this ok with you. Thank you!
I am glad to be one of the visitants on this outstanding site (:, thankyou for posting.