বরিশাল নগরীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে নেতাকর্মীরা। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর নাজির মহল্লা এলাকায় হরতালের সমর্থনে বের করা ছাত্রদল মিছিল থেকে এ ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরোধীদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বরিশাল নগরীর নাজির মহল্লায় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তাদের মিছিলে বাধা দিলে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হলে ছাত্রদল নেতাকর্মী পালিয়ে যায়।
সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরী বা জেলার কোথাও কোনো হরতাল বা অবরোধের সমর্থনের মিছিল অথবা পিকিটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতালে বাস ভাঙচুরের আশঙ্কায় দূরপাল্লার রুটের সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি। তবে অভ্যন্তরীণ রুটে কেন্দ্রীয় বাস টারমিনাল নথুল্লাবাদ ও রুপাতলী থেকে নির্ধারিত সময়ের চেয়ে অধিক দেরিতে ২/১ বাসটি ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ছাড়তে দেখা গেছে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌরুটেও যথারীতি লঞ্চ চলাচল করতে দেখা গেছে। তবে লঞ্চগুলোতে যাত্রীর সংখ্যা খুবই কম হওয়ায় গন্তব্যের উদ্দেশে রওনা হতে বিলম্ব হচ্ছে।
নগরবাসীর নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এলাকা বিশেষ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, বৃহস্পতিবারের অবরোধের সঙ্গে হরতাল যোগ হওয়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।