ঢাকা: হরতালের সমর্থনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। সরকার যখন আন্দোলন দমনে হার্ডলাইনে চলে গেছে, একে একে আটক করা হচ্ছে কেন্দ্রীয় নেতাদের, চেয়াপরপারসন অবরুদ্ধ, ঠিক এমনন কঠিন সময়ে বেশ সাহসিকতাই দেখালেন সোহেল।
নতুন বছরে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে এই প্রথম কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা রাজপথে নেমে এলেন। বিএনপির আটক নেতাদের ছাড়া বাকিদের মধ্যে মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সকলেই আত্মগোপনে বলা চলে।
মিছিলটি বেইলি রোড থেকে শুরু হয়ে ভিকারুন নিছা নুন স্কুল প্রদক্ষিণ করে আবার রমনায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, হাজী মো. লিটন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট লোবান, সওগাতুল ইসলাম ছগির, রফিকুল ইসলাম, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, আতিকুর রহমান, রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
বৃহস্পতিবার হাবিব-উন নবী খান সোহেলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ মিছিলের কথা জানানো হয়।