অস্ট্রেলীয়রা সাকিবকে চেনেন না!

সব ধরনের ক্রিকেটেই তিনি বিশ্বের একনম্বর অলরাউন্ডার। খেলছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে। অথচ বেশিরভাগ অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমীর কাছে সাকিব আল হাসানের নাম অপরিচিত! অবিশ্বাস্য এই খবর দিয়েছে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম।২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন বাংলাদেশের বাঁ-হাতি ক্রিকেটার সাকিব। টেস্টের নবীনতম দেশকে সাফল্যের রঙে ভাসাতে প্রতিনিয়ত নিজেদের সেরাটা দিয়ে চলেছেন টাইগার তারকা। ক্রিকেটের অলি-গলিতে সবার মুখে মুখে সাকিবের নাম। ইতিহাসের খুপরি থেকে অনেক কিংবদন্তিকে ছিটকে গৌরবের নানা রেকর্ডেও নিজেকে অভিষিক্ত করেছেন সাকিব। অথচ তাকেই কিনা অস্ট্রেলিয়ানরা চেনেন না!সাকিব কেন অজ্ঞাত থেকেছেন ওশেনিয়ায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অস্ট্রেলিয়ান পত্রিকাটির দাবি, দ্বীপ মহাদেশটিতে বাংলাদেশ তারকা এখনও সেভাবে খেলতে পারেননি। অবশ্য সাকিব নিজেকে পরিচিত করার যা একটু সুযোগ পেয়েছেন, তা ওই বিগ ব্যাশে খেলেই। গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব। এবার দেশসেরা ক্রিকেটার খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।যেখানে তিন ম্যাচে সাত উইকেট পেয়েছেন তিনি। গত পরশু চার উইকেট নিয়ে রেনেগেডসকে ম্যাচ জিতিয়েছেন। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *