যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর উদ্বেগ জানালো ইইউ

ঢাকা: খালেদার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা এবং দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের সময় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধিরা এ উদ্বেগ জানান।

পরে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো এক বিবৃতি একথা জানানো হয়েছে।

চলমান সহিংসতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এবং হতাহতের ঘটনায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।

মিশন প্রধান বাংলাদেশে গণতান্ত্রের চর্চা সঙ্কুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি গণতন্ত্রকে আরো শক্তিশালী করার মানসে সত্যিকারের সংলাপ শুরুরও তাগিদ দেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *