চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বলাখাল বাজার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী কাভার্ডভ্যানটিতে আগুন দেয়া হয়। এ ঘটনায় মুনছুর আহম্মেদ (২৬) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
কাভার্ডভ্যান চালক শওকত জানান, সড়কের ওপর গাছের গুড়ি ফেলে বাধা সৃষ্টি করে অবরোধ সমর্থকরা। এ সময় গাড়িটির গতি কমিয়ে আনলে মুখোশধারী কয়েক যুবক ভাঙচুর শুরু করে। পরে সিটে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।
দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর শহর অফিস থেকে মালামাল নিয়ে হাজীগঞ্জ হয়ে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে।