সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেপরোয়া গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরাবো বাস্ট্যান্ডের বিএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিএনজি পাম্পের সামনে ওঁৎ পেতে থাকা ৮/১০ জন অবরোধ সমর্থক হঠাৎ মহাসড়কে উঠে বেপরোয়া গাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।