আজও ঢাকা চার গাড়িতে আগুন

বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তান,ধানমন্ডি, খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এসব ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, বেলা সোয়া ১টার দিকে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের সড়কে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় একই সময়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে এনায়েত হোসেন জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত মোড় ও কাছাকাছি সময়ে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের অপারেটর নিলুফার ইয়াসমিন জানান।01_Bus+Fire_Gultham_140115_0001

এছাড়া বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে অন্তত তিনটি বাসে ভাংচুর চালানো হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *