খালেদা জিয়ার বিচার চেয়েছেন জয়

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় বৃহস্পতিবার নিজের ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লিখেছেন, “গত রাতে রংপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা চারজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে। বিগত কয়েকদিনে তারা আরও বেশ কিছু মানুষকে কাপুরুষোচিতভাবে হামলা করে অগ্নিসংযোগের মাধ্যেম আহত এবং নিহত করেছে। এগুলো সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ড।

“এগুলো ততক্ষণ বন্ধ হবে না, যতক্ষণ না যেসব নেতারা এ ধরনের সন্ত্রাসী হামলার নির্দেশ দেয় তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা উচিৎ।”

বিএনপি ও জামায়াতের ডাকা গত নয় দিনের টানা অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ জন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *