ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট চট্টগ্রাম হয়ে বুধবার দুপুরে ঢাকায় পৌছায়।
গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১৪ কেজি।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, উদ্ধার সোনার দাম আনুমানিক ৭ কোটি টাকা।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেউ জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, “আপাতত এ বিষয়ে বলতে চাই না। তদন্ত করে তবে এ বিষয়ে কথা বলা যেতে পারে।”