ফ্রান্সের প্যারিসে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর এ সপ্তাহের সংখ্যার প্রচ্ছদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে। মহানবী (সা.)-কে সাদা পাগড়ি পরিহিত ও কান্নারত অবস্থায় উপস্থাপন করা হয়েছে। ওই ব্যঙ্গচিত্রে ফরাসি ভাষায় লেখা ‘জে সুই শার্লি’ বা ‘আমি শার্লি’ লেখা প্ল্যাকার্ড ধরে আছেন তিনি। ব্যঙ্গচিত্রের ওপরদিকে লেখা ‘সব ক্ষমা করা হয়েছে’।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন বিবিসি। বুধবারের ওই সংস্করণটি ৩০ লাখ কপি ছাপা হবে। সাধারণভাবে, ম্যাগাজিনটি প্রতি সপ্তাহে ৬০ হাজার কপি ছাপা হয়। আগামীকাল প্রকাশিতব্য সংখ্যাটি ‘সারভাইভার্স ইস্যু’ বা ‘হামলায় বেঁচে যাওয়াদের সংখ্যা’ বলে ঘোষণা দেয়া হয়েছে। ফ্রান্সের দৈনিক সংবাদপত্র ‘লিবারেশন’-এর কার্যালয় থেকে কাজ করছেন ম্যাগাজিনটিতে হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া সাংবাদিক ও কার্টুনিস্টরা। ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমে শার্লি এবদোর আগামী সংখ্যার প্রচ্ছদের জন্য আঁকা ব্যঙ্গচিত্রটি ছাপা হয়েছে। শার্লি এবদোর আইনজীবী রিচার্ড ম্যালকা বলেন, আমরা নতি স্বীকার করবো না। তিনি বলেন, ‘আমি শার্লি’র মর্মার্থ হচ্ছে, ঈশ্বর বা ধর্মমতকে কটাক্ষের অধিকার।
শার্লি এবদোর কর্মীরাই নতুন সংস্করণের জন্য কাজ করছেন। অন্য কার্টুনিস্টরা পরবর্তী সংখ্যায় অবদান রাখতে চাইলেও, তাদের অনুরোধ ফিরিয়ে দেয়া হয়েছে। হামলায় ম্যাগাজিনটির সম্পাদক ও ৪ কার্টুনিস্টসহ ৮ সাংবাদিক প্রাণ হারান। ওই হামলায় আরও ২ দুই পুলিশ সদস্যসহ মোট ১২ জন নিহত হন। গত সপ্তাহে ৩ দিনে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হন। শার্লি এবদোর কার্যালয়ে হামলার পর একটি সুপারমার্কেটে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর ফ্রান্সজুড়ে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গত রোববার ৩৭ লাখ মানুষ ফ্রান্সজুড়ে সংহতি মিছিলে অংশ নেন। বিশ্বের ৪৪টি রাষ্ট্রের নেতৃবৃন্দ তাতে অংশ নেন। শুধু প্যারিসেই ১৬ লাখ মানুষ সংহতি মিছিলে অংশ নেন। এদিকে ফ্রান্সের পার্লামেন্ট সদস্যরা প্রথমবারের মতো সংহতি সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।
আতিক/প্রবাস