ফেনীর সোনাগাজী উপজেলার ভৈরব চৌধুরী বাজার এলাকায় পিকেটারদের হামলায় বেলাল হোসেন (২৪) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোবারক নামে অপর এক কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে পিকেটারদের হামলায় ঘটনাস্থলেই মারা যান বেলাল।
তিনি সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আহত মোবারককে ফেনী সদর থানায় ভর্তি করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়েদুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিক/প্রবাস