জন কেরির পাকিস্তান সফরের সময় সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে মঙ্গলবার দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের ওপর আরোপিত দীর্ঘ ছয় বছরের স্থগিতাদেশ ডিসেম্বরে তুলে নেয়ার পর থেকে পাকিস্তানে এ নিয়ে ১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কর্মকর্তারা একথা জানিয়েছেন। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে তালেবানের ভয়াবহ হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ স্থগিতাদেশ তুলে নেন। পেশোয়ারে ওই হামলায় ১৩৪ শিশুসহ মোট ১৫০ জন নিহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পাকিস্তান সফরের সময় এ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *