কঠোর অবস্থান গ্রহণ করেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। নতুন নির্বাচন ঘোষণার আগ পর্যন্ত তিনি কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
গত দু-তিন দিনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এমন অনেক রাজনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক আলোচনায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বলেছেন যে সরকারের পতন এখন খুব দূরের কোনো ব্যাপার নয়। চলমান আন্দোলন আরো কিছুদিন ধরে রাখতে পারলেই দেশে বিদেশে সরকার নিঃসঙ্গ হয়ে পড়বে। এতে নির্বাচন দেয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না।
খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে বিএনপির এক নেতা  জানান, বেগম জিয়া চলমান আন্দোলনের ব্যাপকতায় খুশি।
‘ম্যাডাম বলেছেন, এতো দ্রুত দেশব্যাপী এই মাত্রায় আন্দোলন গড়ে উঠবে আমি নিজেও আশা করিনি। সারাদেশে যেভাবে রাতারাতি আন্দোলন তীব্রতর হয়েছে তাতে আমি খুবই আশাবাদী,’ খালেদা জিয়াকে উদ্ধৃত করে বলেন ওই নেতা।
বিএনপির বহু নেতাকর্মী শঙ্কিত ছিলেন যে আন্দোলন গড়ে উঠতে না উঠতেই আবার বিরতি দেয়া হয় কিনা। কিন্তু খালেদা জিয়া আন্দোলনে বিরতি দেয়ার কোনো ইঙ্গিত দেননি। বরং ইজতেমার সময়ও অবরোধ বহাল রেখে তিনি কঠোর অবস্থানের জানান দিয়েছেন বলে মনে করছেন রাজনীতির পর্যবেক্ষকরা।
মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বিবৃতিতে আন্দোলনের বিষয়ে দলটির সর্বোচ্চ ফোরামের সুষ্পষ্ট অবস্থানই ব্যক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘‘কাঙ্খিত ও যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত এ আন্দোলন চলবে। আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার জন্য আমরা দেশবাসী, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলির প্রতিবাদে দেশব্যাপী হরতাল দিয়ে বিএনপি হার্ডলাইনে থাকার সুষ্পষ্ট বার্তা দিয়েছে।
সূত্র জানায়, চলমান আন্দোলনে নীতিনির্ধারণী সিদ্ধান্ত মূলত খালেদা জিয়াই নিচ্ছেন। তিনি আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
বুধবার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে মহিলা দলের সহ-সভাপতি ডা. নূরজাহান মাহবুবও জানিয়েছেন খালেদা জিয়ার এমন মনোভাবের কথা।
নূরজাহান বলেন, ‘গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে বলেছেন দেশনেত্রী। তিনি বলেছেন- এ সরকার বিদায় না নেয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।’
সূত্র জানায়, অবরোধ স্থগিত করার কোনো পরিকল্পনা নেই খালেদা জিয়ার। বরং অবরোধ বহাল রেখেই কিভাবে আন্দোলনকে আরো তীব্রতর করা যায় যেসব নিয়ে ভাবছেন তিনি।
আন্দোলন তীব্রতর করার জন্য অবরুদ্ধ কার্যালয় থেকেই বিএনপি চেয়ারপারসন তৃণমূলের নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনের নতুন নতুন কৌশল নিয়ে বিএনপি এগিয়ে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়া অনড় অবস্থানে রয়েছেন। তিনিই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বেগম জিয়া গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থেকে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সাথে ফোনে কথা বলছেন।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *