কবিদের প্রেম!
মোঃ আমির হসেন
কবির কবিতা সৃষ্টির বাঁধনে বাঁধা,
কবি হলো কৃষ্ণ কবিতা তার রাধা।
কবি একা থাকেনা কবিতা থাকে সাথে,
কবি মগ্ন থাকেন অমাবস্যার মাঝ রাতে!
কল্পনায় কেউ অাসে কেউ যায় চলে,
কবিতারা শব্দের সাথে ছন্দে কথা বলে।
তারারা জ্বলে সেই সে দূরের অাকাশে,
কবি রাধাকে পায় নিজের প্রতি শ্বাসে!
হলুদ হয় গায়ে হলুদ নীল রঙ রোমান্টিক,
কবির মনে যে শব্দ বসে কবিতায় ঠিক!
পাগলিনী রাধা যেমন কৃষ্ণে সুখ পায়,
কবির তুলিতে কবিতাও প্রাণ ফিরে পায়।
কবি স্রষ্টা হয়ে সৃষ্টিতেই সুখ গড়ে,
কবিতা সঙ্গ দেয় নিঃস্ব কবিকে ঘরে।
কবিতা অন্তর দিয়ে কবির কথা বলে,
কবি কবিতাকে অানন্দে নেয় কোলে।
কবি অার কবিতা প্রেমের খেলা খেলে,
দুটু বিষয় মনানন্দে স্বর্গসুখে যায় চলে।
রোমান্সে লাল নীল কালো হয় সাদা,
প্রেমে কবি কৃষ্ণ, কবিতা তার রাধা।
স্রষ্টা অার সৃষ্টির বাঁধনে দুটু পড়ে বাঁধা।