গ্যালাক্সির সাশ্রয়ী ফোন আনছে স্যামসাং

ফোরজি সুবিধার সাশ্রয়ী ফোন বাজারে আনতে পারে স্যামসাং। গ্যালাক্সি এ ও ই সিরিজের পর স্যামসাং এবারে গ্যালাক্সি জে সিরিজে জে১ নামের একটি ফোন বাজারে ছাড়বে বলেই তথ্য ফাঁস করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল।
স্যামমোবাইলের তথ্য অনুযায়ী, গ্যালাক্সি জে১ স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ৪.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‌্যাম, চার জিবি স্টোরেজ ও এক হাজার ৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড কিটক্যাট সমর্থন করবে। ফোনটির বেশ কয়েকটি মডেল বাজারে আসতে পারে।
জে সিরিজের পাশাপাশি টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *