নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিশ্বকাপ খেলতে বিদেশে যেতে অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাসেদ তালুকদার এই আদেশ দেন। সকালে রুবেলের পক্ষে দুটি আবেদন করা হয়। একটি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। অন্যটি বিদেশে যাবার অনুমতির আদেন। আদালত দুটি আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে শুনানি করেন রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ ও হ্যাপির পক্ষে শুনানি করেন তুহিন হাওলাদার।
মনিরুজ্জামান আদালতে রুবেলের পক্ষে দুটি আবেদন করেছিলাম। একটি রুবেলের সশরীরে হাজিরা থেকে অব্যাহতি অন্যটি বিশ্বকাপ খেলতে যাবার অনুমতি। আদালত দুটি আবেদন মঞ্জুর করেন। তাই এখন থেকে রুবেল আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিতে পারবেন।
গত রোববার ঢাকা মহানগর দায়রা (ভারপ্রাপ্ত) জজ ইমরুল কায়েসের আদালত এই মামলার পুলিশ প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত রুবেলের জামিনের আদেশ দেন। তার এই জামিন আদেশ বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মুক্তি পান রুবেল। বর্তমানে রুবেল দেশের অভ্যন্তরে বিশ্বকাপের আগাম প্রস্তুতি গ্রহন করছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে ৪ সাপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন রুবেল। গত বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন নাজনীন আক্তার হ্যাপি।