ঢাকা: নির্মাতা সাফি উদ্দিন সাফি তার নতুন ছবি ব্ল্যাকমানি’র শ্যুটিংয়ের জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন ১৩ জানুয়ারি। এ ছবির নায়িকা মৌসুমী হামিদ, নায়ক সায়মন এবং নির্মাতা যে গাড়ি করে চট্টগ্রাম যাচ্ছিলেন সে গাড়িটি সীতাকুণ্ডু এলাকায় পৌঁছালে বোমা হামলার শিকার হয়। হরতাল সমর্থকরা পরপর তিনটা ককটেল বোমা নিক্ষেপ করে গাড়িটির দিকে বলে জানান নির্মাতা সাফি উদ্দিন সাফি। গাড়িটি চলন্ত থাকার ফলে খুব বেশি ক্ষতি হয়নি।
মৌসুমী হামিদ এ বিষয়ে বলেন, ‘অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আল্লাহ নিজের হাতে বাঁচিয়ে দিলো আমাদেরকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বর্তমানে কাপ্তাই এলাকায় ছবিটির শ্যুটিং করছেন মৌসুমী হামিদ।