বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল

ঢাকা : টানা অবরোধের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার রাত ১১টা ১৯ মিনিটে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালের কথা জানান দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ২০ দলীয় জোটের উদ্যোগে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হবে।

রিজভী জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।

এদিকে ২০ দলীয় জোটের ডাকে সারা দেশে টানা অবরোধ চলছে।

৪ thoughts on “বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল

  1. Thanks a lot for providing individuals with an extraordinarily memorable possiblity to read from this blog. It can be so cool and packed with fun for me and my office mates to visit your site more than three times every week to study the newest items you have. And lastly, I am also at all times happy with all the magnificent solutions served by you. Selected 4 facts in this article are unquestionably the best I’ve had.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.