সাকিবের দ্বারাই এ অর্জন সম্ভব

খাদেমুল ইসলাম : একজন অলরাউন্ডার তিন ফরম্যাটেই বিশ্ব সেরা। সত্যি অবিশ্বাস্য! সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন একজন। তিনি আর কেউ নন, বাংলাদেশের সাকিব আল হাসান। শুধু যে কাগজ-কলমে এই সাফল্য তা নয়, বিশ্বের প্রায় সব প্রান্তে নিজেকে মেলে ধরেছেন স্বমহিমায়।

বাংলাদেশ জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটে ২০০৬ সালে যাত্রা শুরু হয় সাকিব আল হাসানের। একই বছর জাতীয় দলের জার্সি গায়ে টি টোয়েন্টি ও পরের বছর টেস্ট খেলা শুরু করেন। তবে প্রথম কোনো ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন ২০০৯ সালের ২১ জানুয়ারি। ওয়ানতেই প্রথম বাংলাদেশি হিসেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার গৌরব অর্জন করেন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ২০১১ সালের ১৭ ডিসেম্বর টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হন সাকিব। সব শেষ গত ডিসেম্বরে টি টোয়েন্টিতেও সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব দেখান।

এই সময়ে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই কোনো না কোনো সময় সাকিব শীর্ষস্থানে ছিলেন।  কখনো কোনো এক ফরম্যাটে সেরা ছিলেন। আবার উভয় ফরম্যাটে শীর্ষস্থান হারিয়েছেনও।সবশেষ গত ডিসেম্বরে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিতেও অলরাউন্ডার হিসেবে শীর্ষে ওঠে আসেন সাকিব। প্রায় এক মাসের ব্যবধানে ওয়ানডেতেও শীর্ষস্থান পেয়েছেন। যদিও এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি সাকিব। তবু অ্যাঞ্জেলো ম্যাথুস ও মোহাম্মদ হাফিজের ব্যর্থতাই সামনে ঠেলে দেয় সাকিবকে।

র‌্যাঙ্কিংয়ের জটিল এই অঙ্ক কষা বাদ দিলেও অলরাউন্ডার হিসেবে সাকিবই বিশ্ব সেরা। শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট বিশ্বের সেরা দেশগুলোর ঘরোয়া লিগে এই অলরাউন্ডার খেলছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলতে সেখানেই অবস্থান করছেন তিনি। শুধু অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ভারতের লিগে খেলেন সাকিব। সব জায়গায়ই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩৭টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরিসহ আড়াই হাজারের বেশি রান করেছেন। উইকেট নিয়েছেন ১৪০টি। ১৪১ ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে তার রান প্রায় চার হাজার। রয়েছে ছয়টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। উইকেট নেন ১৮২টি। জাতীয় দলের জার্সিতে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৫২ রান করার পাশাপাশি নিয়েছেন ৪৪টি উইকেট।
কখনো নিজের পারফরমেন্সের ভিত্তিতে পেয়েছেন র‌্যাঙ্কিং। আবার অন্যের দুর্বলতার সুযোগও নিয়েছেন অনেক সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *