কলাভবনের টয়লেটে ৪টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের একটি টয়লেটে চারটি ককটেল পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠান শুরুর আগে এ হাত বোমাগুলো পাওয়া যায়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় টয়লেটের মেঝেতে হাতবোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।তিনি জানান, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, সকাল ১১টায় এ হাতবোমাগুলো উদ্ধার করা হয়।”

তিনি জানান, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, সকাল ১১টায় এ হাতবোমাগুলো উদ্ধার করা হয়।”
বোমা উদ্ধারের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ৪৯তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার ১০৪ জন শিক্ষার্থী তাদের এ অনুষ্ঠান থেকে সনদ গ্রহণ করবে। এই অনুষ্ঠান বর্জন করেছে বিএনপি-জামায়াতপন্থী সাদাদল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *