ঢাকা: আগামী বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী দলগুলো। লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ও ধর্মদ্রোহীদের মৃত্যুদণ্ড প্রণয়নের দাবিতে এই বিক্ষোভ করা হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় লালবাগে এক সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণা করেন সম্মিলিত ইসলামী দলগুলোর সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, মুহাম্মদ (স.) ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। তার ওই বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় তোলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় এক ডজনেরও বেশি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বেশ কয়েকটি মামলায়।
গত ১২ অক্টোবর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেয়া হয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
লতিফ সিদ্দিকী গত ২৫ নভ্ম্বের ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন। পরে সিএমএম আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেহাজতে পাঠান। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।