টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় তেলবাহী লরি ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর কাছে কালিহাতির সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলবাহী লরি ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের দুই যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর লরির আহত হেলপারসহ আরো দু’জন মারা যান। নিহত ৪জন বা আহত ৫ জনের কারোরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, মঙ্গলবার সকালে সল্লা এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী তেলবাহী লরিটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা নীল রঙের একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের দুই যাত্রী নিহত ও সাতজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর লরির হেলপারসহ দুইজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের কারোরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।