দু’টি ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর

বগুড়া-ঢাকা ও বগুড়া-নওগাঁ মহাসড়কে দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ২৫ থেকে ৩০টি যানবাহনে ভাঙচুর করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে এ ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটানো হয়।

স্থানীয় সূত্রে জানায়, রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

এদিকে, রাত ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বগুড়া-ঢাকা, বগুড়া-নাটোর ও বগুড়া-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় ১০ থেকে ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। অবরোধের মধ্যে পুলিশ পাহারায় মালবাহী ট্রাক পারাপারের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *