প্রিয়াঙ্কা এখন লাজুক

ঢাকা: প্রিয়াঙ্কা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে! ফুরফুরে মেজাজের প্রিয়াঙ্কা মাত্রই মালদ্বীপ ঘুরে এলেন। দেশে ফিরে নিজের সম্পর্কে এক মজার তথ্য জানালেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি তিনি জানিয়েছেন, পর্দায় তাকে যতই আবেগঘন দৃশ্যে দেখা যাক না কেন বাস্তবে কিন্তু বড়ই লাজুক তিনি!

আর লাজুক হওয়ার সুবাদে মাঝে মাঝেই নাকি তাকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের প্রত্যেককেই চড়া মূল্য দিতে হয় অনেক সময়। মানুষের ধারণা আমরা অনেক বিলাস বহুল জীবন যাপন করি। তারা মনে করে আমাদের অনেক গাড়ি আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের জীবন শুধুমাত্র আমাদের থাকে না।

ব্যক্তি হিসেবে আমি অত্যন্ত লাজুক একটি মেয়ে। আমি সাধারণ জীবন যাপন করতে চাই। কিন্তু তারকা হওয়ার সুবাদে এটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’ ২০০৩ সালে ‘দ্যা হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’ ছবির মাধ্যমে অভিষিক্ত এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুর পথচলা খুব একটা সহজ ছিল না।

প্রিয়াঙ্কা অবশ্য এখনো ভোলেননি সেই দিনগুলোর কথা। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘অনেক ধকলের পর আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। যারা এতদিন ধরে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *