ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে ছাত্রসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন ঢাবির শিক্ষার্থী সেলিম মিয়া (২৪), পান বিক্রেতা সেলিম (১৮) এবং রিকশাচালক খাইরুল (২২) ও জাকির (২২)।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত টিএসসি মোড়ে দুটি ককটেল ছোড়ে। এতে পাশে থাকা চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাজ / প্রবাস নিউজ