এক সময়ের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে নতুন একটি ওয়েব ব্রাউজার আনতে পারে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে ‘স্পার্টান’ কোড নাম দিয়ে নতুন ব্রাউজার তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। গত মাসেই প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো মাইক্রোসফটের এই নতুন ব্রাউজারের তথ্য ফাঁস করে। কিন্তু নতুন ব্রাউজার কেমন হবে, সে বিষয়ে সেখানে বিস্তারিত তথ্য ছিল না। এবারে নিওউইন নামের একটি ওয়েবসাইট মাইক্রোসফটের নতুন ব্রাউজারের স্ক্রিনশট ফাঁস করেছে। এই ছবিতে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটির কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে।
নতুন এই ব্রাউজারের ইউজার ইন্টারফেসে থাকবে একটি ফেভিকন, ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইটের নাম ও ছোট আকারের একটি এক্স বাটন, যা দিয়ে ওই সাইটটির নতুন ট্যাব বন্ধ করা যাবে। এই ব্রাউজারে রিডিং মোড ও বুকমার্ক বাটন থাকবে। ব্রাউজারটির সঙ্গে অ্যাপলের সাফারি ব্রাউজারের বেশ কিছু মিল আছে। রিডিং বাটনের পাশে শেয়ার বাটন থাকবে এবং এর পাশেই থাকবে সেটিংস ফোল্ডার, যেখান থেকে ব্রাউজারের বিভিন্ন সেটিংস ঠিক করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পণ্যের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকেই আসতে পারে স্পার্টান ব্রাউজারটি। আধুনিক গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারের মতো দ্রুত ও সহজে ব্রাউজিং অভিজ্ঞতা দিতেই স্পার্টানকে আনছে মাইক্রোসফট। ব্রাউজারটির সঙ্গে কর্টানা নামের পার্সোনাল ডিজিটাল সহকারীকে যুক্ত করে দেবে মাইক্রোসফট যাতে কথা বলে ব্রাউজ করার সুবিধাও এতে থাকবে।