ফ্রান্সের রক্তপাতের ঘটনাটি ইউরোপে উপর্যুপরি সন্ত্রাসী হামলা শুরু হওয়ার সংকেত। মার্কিন গোয়েন্দারা আড়ি পেতে ইসলামিক স্টেট নেতাদের যোগাযোগ বার্তা জেনে এ আশংকা ব্যক্ত করেছে। রোববার জার্মান পত্রিকা বিল্ড এ কথা জানায়।
পত্রিকাটি মার্কিন গোয়েন্দা সংস্থার অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানায়, প্যারিসে হামলার পর পরই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা জিহাদি নেতাদের মধ্যকার যোগাযোগের বিষয়টি জেনে যায়।
এ সময় জিহাদি সংগঠনটি ইউরোপে পরবর্তী ব্যাপক হামলার বিষয়ে আলোচনা করে। পত্রিকাটি জানায়, প্যারিসের এই হামলার ঘটনাটি রোমসহ ইউরোপের বিভিন্ন শহরে ধারাবাহিক হামলার অশনি সংকেত। যদিও পরবর্তী হামলার সুস্পষ্ট পরিকল্পনা এখনও জানা যায়নি। বিল্ড জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে এ তথ্যও রয়েছে যে নেদারল্যান্ডসে শেরিফ ও সাঈদ কোয়াশির মধ্যে যোগাযোগ হয়। এই দুই ভাই ফ্রান্সের একটি পত্রিকা অফিসে তাণ্ডব চালায়।
আতিক/প্রবাস