বাজারে আসছে সেগাসের ‘স্বপ্নের ফোন’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে প্রযুক্তিপণ্য নির্মার্তা প্রতিষ্ঠান সেগাস প্রদর্শন করেছে তাদের ‘ভি স্কয়ার’ মডেলের স্মার্টফোন। খুব শিগগিরি বাজারে আসতে চলেছে এই ফোনটি।

তবে বাজারে আসার আগেই প্রযুক্তি বিশ্বে আলোড়ন তুলেছে ভি স্কয়ার স্মার্টফোনটি। এই ফোনটিকে ডাকা হচ্ছে ‘সুপার ফোন’ কিংবা ‘স্বপ্নের ফোন’ নামে। নির্মাতা প্রতিষ্ঠান সেগাস এই স্মার্টফোনটির স্লোগান দিয়েছে ‘যোগাযোগের নতুন যুগের সূচনা’।

স্মার্টফোনের বাজারে সেগাসের ‘ভি স্কয়ার’ স্মার্টফোনটি সবচেয়ে বেশি মেমোরি সমৃদ্ধ স্মার্টফোন হতে চলেছে। এতে ৩২০ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধার কথা জানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সেগাস।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটি বিভিন্ন আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ। রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ২.৫ গিগাহার্জ কোয়াড কোর কোয়ালকম প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ২১ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩১০০এমএএইচ ব্যাটারি প্রভৃতি। স্মার্টফোনটির অনবোর্ড মেমোরি ৬৪ জিবি আর এতে ১২৮ জিবির দুটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে।

বিশেষ ফিচার হিসেবে রয়েছে হারমান কার্ডন প্রযুক্তির সাউন্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ৬০ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ড সমর্থন সুবিধা।

ডিজাইনের ক্ষেত্রে সেগাসের ভি স্কয়ার স্মার্টফোনটির পেছনের কাঠামোয় কেভলার কোটিং ব্যবহার করা হয়েছে। বুলেটপ্রুফ পোশাক তৈরিতে এই ধরনের কোটিং ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়াও স্মার্টফোনটি পানিরোধী।

প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই স্মার্টফোনটির দাম এখনো ঘোষণা করেনি সেগাস। এ মাসের শেষের দিকে অনলাইনে www.saygus.com সাইটটির মাধ্যমে স্মার্টফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হবে বলে জানা গেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *