ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেছেন, ব্রিটিশ সরকারকে বলবো উন্মাদ তারেক রহমানকে চিকিৎসা করান, আর না পারলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। এ দেশের মানুষ জানে কিভাবে উন্মাদের চিকিৎসা করাতে হয়।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, ‘খালেদা জিয়া আপনি বোমা মেরে মানুষ হত্যা করে কি চান বাংলাদেশে? আপনি কি এদেশকে পাকিস্তান বানাতে চান? কিন্তু এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনার পুত্র কুলাঙ্গার তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে।’
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সেলিম বলেন, ‘আমি অনুরোধ করবো ইন্টারপোলের মাধ্যমে এ উন্মাদকে দেশে ফিরিয়ে আনুন। এদেশের মানুষ তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও অন্যদের মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, নগর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ সব অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতারা।