বাতাসে টাকা ছুড়ছেন আম আদমির নেতা

ঢাকা: আম আদমি পার্টির এক নেতা বাতাসে টাকা উড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। দিল্লীর স্থানীয় এক নির্বাচনে জয় লাভে আনন্দের আতিশয্যে জনতার ভিড়ে বাতাসে টাকা ওড়াতে থাকেন তিনি। এ সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন।

দিল্লীর প্রায় ১১,০০০ একরের ওপর অবস্থিত ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর আবাসিক এলাকার তত্ত্বাবধায়ক পরিষদে মনোনিত হওয়ার পর এ ঘটনার জন্ম দেন নন্দকিশোর বেনিওয়াল। এই তত্ত্বাবধায়ক পরিষদে আটজন পারিষদ থাকেন যারা জনস্বাস্থ্য, রাস্তার আলোকসজ্জা ও অন্যান্য নাগরিকসেবার তত্ত্বাবধায়ন করে থাকেন।

আম আদমি পার্টির আরেক নেতা অতসী মারলেনা এ ঘটনার নিন্দা জানান। আরও জানান, তার দল বিষয়টি খতিয়ে দেখবে।

২০১৩ সালের নভেম্বর মাসে অখ্যাত রাজনৈতিক দল হয়েও দিল্লীর মসনদে বসার সুযোগ পেয়ে, পরবর্তীতে ‘যথেষ্ট রাজনৈতিক দূরদর্শীতার অভাবে’ ২০১৪এর ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *