সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবরোধ চলাকালে অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার কালীগঞ্জ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে অটোরিকশা মালিক শাহ-আলম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, শ্রমিক নেতা মমতাজ আলী, মনসুর হোসেন, ছাত্রদল নেতা সেতু, ফয়সাল, রফিকুল ইসলাম, মকদম আলী, জামায়াত কর্মী তফিজ উদ্দিন, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম শেখ, সাইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, ইমারত আলীর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে দ্রুত বিচার আইনের চার/পাঁচ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।