“ম্যাডামের জন্য মজার মজার খাবার এনেছি”

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও রান্না করা খাবার নিয়ে এসেছেন মহিলা দলের নেত্রীরা।

সোমবার দুপুর ১ টা ১০ মিনিটে বিভিন্ন ধরনের রান্না করা খাবার নিয়ে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

গত শনিবারও রান্না করা খাবার নিয়ে এসেছিলেন মহিলা দলের নেত্রীরা। এর আগে গত বৃহস্পতিবার কাঁচা-তরকারি নিয়ে এসে ব্যর্থ হয়েছিলেন তারা।

সোমবার বাসা থেকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে খালেদা জিয়ার জন্য এনেছেন নেত্রীরা। খাবারের মধ্যে রয়েছে সাদা ভাত, পোলাও, মুরগীর মাংস, সবজি।

বেগম খালেদা জিয়ার জন্য কী কী খাবার রান্না করে নিয়ে এসেছেন? এই প্রশ্নের জবাবে রোকেয়া সুলতানা নামে এক নেত্রী বলেন, ‘কী কী খাবার রান্না করে নিয়ে এসেছি তা বলা যাবে না। তবে মজার মজার অনেক খাবার ম্যাডামের জন্য রান্না করে নিয়ে এসেছি।’

ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে আরো যারা এসেছেন তারা হলেন- রোকেয়া সুলতানা, রিটা আলী, রেহনা, আতিকা খন্দকার, তাহমিনা শাহীন, নিলুফা ইয়াসমীন, মিলি জাকারিয়া, তামান্না, হেনা আলাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *