বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
রোববার রাতে মিনুর বাড়িতে তল্লাশি চালায় বোয়ালিয়া থানা পুলিশ।
তবে ওই সময় বিএনপি নেতা মিনু বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন।
ওসি খন্দকার নুর হোসেন জানান, রাত ১২টার দিকে পুলিশ মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসায় অভিযান চালায়। এসময় মিনু বাড়িতে ছিলেন না। পুলিশ মিনুর পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ফিরে যায়।