ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে সরকারি দল আওয়ামী লীগ। আজ সোমবার সকালে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমন দাবি করেন।
তিনি জানান, সোমবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি দিয়েছে।
তার ভাষায়, ‘আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষমতাসীন হয়েও অনুমতি নিয়ে সমাবেশ করছে।’
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক আদেশে সকালে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ডিএমপির ওয়েবসাইটে এমন তথ্য দেখা যায়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
রোববার রাতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ জানিয়েছিলেন, ‘আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছি। কিন্তু এখনও (রাত ৮ টা ৪০ মিনিট পর্যন্ত) অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেলে সমাবেশ করা হবে।’
আজ দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন দলের সভাপতি মণ্ডলির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
অবশ্য রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আগামীকাল সোমবার সকালে তুলে নেয়া হবে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বছর পূর্তিতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ঢাকা মহানগরে সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। গত ৪ জানুয়ারি বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।