গেইল ঝড়ে উইন্ডিজের রেকর্ড

ক্রিস গেইল মানেই যেন ব্যাটে ঝড়। সেকথা আবারও প্রমাণ করলেন এই ক্যারিবীয়ান তারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দলটি।  ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জয়লাভ করে তারা।

শুরুতে ব্যাট করে সাত উইকেটে ২৩১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯ ওভার ২ বলে ছয় উইকেট হারিয়ে ২৩৬ রান করে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টিতে আন্তর্জাতিক কোন ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

এ ম্যাচে প্রোটিয়াদের পক্ষে দারুণ খেলে সেঞ্চুরি করা ফাফ ডু প্লেসিসের ইনিংস কোন কাজে আসেনি। ফলে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে জোহানেসবার্গে শুরুতে ব্যাট করতে নেমে ডু প্লেসিসের সেঞ্চুরিতে সাত উইকেটে ২৩১ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ৫৬ বল খেলে ১১ চার ও পাঁচ ছক্কার সাহায্যে ১১৯ রান করেন ডু প্লেসিস।

জবাবে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ব্যাটে ভর করে চার বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ বল খেলে নয় চার ও সাত ছক্কায় গেইল করেন ৯০ রান। অপরদিকে ৩৯ বল থেকে সাত চার ও দুই ছক্কার মারে ৬০ রান করেন স্যামুয়েলস।

ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ক্রিস গেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *