ঢাকা: সোমবার এক বছরে পা রাখবে বর্তমান মন্ত্রিসভা। বহুল আলোচিত-সমালোচিত ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি শপথ নেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ৪৯ জনের মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ২০১৪ সালের এ দিনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৪৯ জনের মন্ত্রিসভায় ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দু’জন উপমন্ত্রী হিসেবে শপথ নেন। এ মন্ত্রিসভার সদস্য হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোট নেতাদের পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টির নেতারাও জায়গা করে নেন।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ ক ম মোজাম্মেল হক, ছায়েদুল হক, এমাজ উদ্দিন প্রাং, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ, কামরুল ইসলাম, সৈয়দ মহসিন আলী।
প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন- মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক।
এছাড়া উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
পরবর্তীতে ১২ জানুয়ারির এ মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম যোগদান করেন।
অন্যদিকে ধর্ম নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ায় মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয় আবদুল লতিফ সিদ্দিকীকে।