সরকারকেই আন্তরিক ভাবে উদ্যোগ নিতে হবে – শাফিন আহমেদ

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ব্যান্ড মাইলসের জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ, বর্তমানে রাজনীতিতেও তাকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করে আজ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে শাফিন আহমেদ লেখেন, “দেশ ধ্বংস হয়ে গেলেও আলোচনায় ডেকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে সংলাপ করবেনা সরকার? এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে দেশ চলতে পারে না, সেটা তো সকলেই বোঝে। একটা সমাধানে আসতে গেলে সরকারকেই আন্তরিক ভাবে উদ্যোগ নিতে হবে। Government is the guardian of the country now. তাই সমাধান এর চেষ্টা তাদেরই করতে হবে।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া অবরুদ্ধ হওয়ার পর বিভিন্য রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বেক্তিবর্গ কয়েক জনের গ্রুপ করে দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে একাই দেখা করেছেন এই প্রভাবশালী সংগীত শিল্পী। বাতাসে গুঞ্জন রয়েছে শাফিন আহমেদ রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন কিন্তু শাফিন আহমেদ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে তেমন কোন আগ্রহ দেখা যায় নি।

 

জাবের/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.