ভাবছি!
কোথায় ছিল জীবনটা
কোথায় এলো,
কতজনকেই পেলাম
কেনো চলে গেলো?
কী দিল অামায়?
কী তারা নিল?
অালোময় সম্পর্ক
কেন ভেঙে গেলো?
সৃষ্ট অার ধ্বংস
এটাই বিশ্ব,
পেয়েছিলাম বলেই
অাজ নিঃস্ব!
ভাবছি
অার ভাবছি
জীবনের পথে
ভেবে ভেবে যাচ্ছি!
জীবনের পথে
কত সুখ পাচ্ছি!
না কি, না পেয়েই
পেয়েছি ভেবে নাচছি!
ভাবছি
অার ভাবছি
যার পাশে অাছি
তার মনে কি থাকছি?
ভাবছি
অার ভাবছি!!