বর্তমান সরকারকে বিদায় করেই ছাত্র-জনতা রাজপথ ছাড়বে বলে মন্তব্য করেছেন ইউরোপ প্রবাসী বিএনপির সিনিয়র নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু।
বুধবার সন্ধ্যায় সুইডেন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিন্টু চলমান অবরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, দুই দিনের অবরোধেই ‘অবৈধ-গণবিচ্ছিন্ন’ সরকার দিশেহারা হয়ে পড়েছে। ছাত্র-জনতার লাগাতার অবরোধে সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। অন্যথায় ছাত্র-জনতা ঘরে ফিরবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সুইডেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহেনশা খন্দকার সোহেলের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আসিফ খানের পরিচালনায় রাজধানী স্টকহোমের লিদিংগোর কাশ্মীরি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইডেন বিএনপির সহ-সভাপতি হেলালউদ্দিন হেলু, আফতাব জায়গীর, দফতর সম্পাদক আনোয়ার কাদের চৌধুরী, যুবনেতা খায়রুজ্জামান লিংকন, যুবনেতা রেজাউল করিম খোকন, আব্দুল মান্নান মন্টু প্রমুখ।