দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ৪৪ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়ার দিনই লাঞ্চিত হওয়ার প্রতিবাদে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাবিপ্রবির প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি এবং শিক্ষকদেরকে লাঞ্চিত করে ছাত্রলীগ নামধারী কয়েকজন শিক্ষার্থী। এর প্রতিবাদে হাবিপ্রবির মিলনায়তনে শিক্ষক সমিতির এক জরুরি সভা অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম বলেন, ‘হাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে হাবিব, শাওন, মিল্টন, রানা, বহিঃস্কৃত ছাত্র ও ছাত্রলীগ সাধারন সম্পাদক অরুণ কান্তি রায়, জাহিদ হাসান, অনিন্দ্য দত্ত অন্তুসহ কতিপয় ছাত্র প্রশাসনিক কাজে বাধা দেয় এবং শিক্ষকদেরকে লাঞ্চিত করে।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সোমবার (১২ জানুয়ারি) থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রমে শিক্ষকরা বিরত থাকবেন।’