ঢাকা: গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির ৩ জন সদস্য। রোববার সন্ধ্যায় তারা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে সেখানে যান।
খালেদা জিয়া গত ৩ জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হওয়ার পর স্থায়ী কমিটির কোনো নেতাকেই তার ধারেকাছে দেখা যায়নি। এর অষ্টম দিনের মাথায় সেখানে গেলেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।
প্রথমে মাহবুবুর রহমান রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। এর মিনিট দশেক পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রবেশ করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।